একটি চিঠি তোমায় দিবো
রঙিন কাগজে কালো অক্ষরে,
তারই মাঝে লিখে দিবো
আজ বড্ড তোমায় মনে পড়ছে।
নীল সুঁতোতে বেঁধে দিবো
যত কথা ছিল মনে,
তোমার ছবি এঁকে দিবো
স্মারক পাতার পটদৃশ্যে।
শুভেচ্ছাতে প্রিয়তমা হবে না যে শেষ
কত কথা বলার ছিল
রবে যে তার রেশ,
বুকে থাকবে ঝড়ো ধূলা
তোমায় লিখে দিবো সেই বেলা
তুমি যে আমার কত আপনজনা।
ইতি তারই হবে যে শেষ
তবু মন বলবে না বেশ,
কি আর করা-
লিখে লিখে হাত হলো যে ব্যাথা।
অবশেষে হবে যে পোস্ট
হাতে গিয়ে যদি পড়ে-
তুমি করবে কি তা গ্রহণ?