নতুন করে শুরু হোক আজ
স্মৃতির পাতায় রাখি সব বেদনা,
পথের শেষে যতো গ্লানি আর অভিমান
মুছে যাক, নিভে যাক সমস্ত যন্ত্রণা।
নতুন সূর্য উঠুক মনে
আলোর ছোঁয়ায় ভরে উঠুক জীবন,
নতুন করে বাঁচতে শিখি আবার
নতুন স্বপ্নে বাঁধি জীবন।
ভুলে যাই যে ছিলো অতীতের ভার
নতুন দিনের ডাক শুনি,
নতুন পথের আলো ছুঁই
নতুন করে শুরু হোক জীবন আজ।