নীরবতার মোহনীয় আবরণে মোড়া
অপরূপা এক রূপসী তুমি,
তোমার চোখের আলোয় খেলা করে সারা আকাশ
যেনো তারার মেলা জমে যায়।
তুমি যেনো এক স্বপ্নের নায়িকা
যার প্রতিচ্ছবি আঁকা আছে আমার মনের আকাশে,
তোমার সেই রূপের মায়াজালে আবদ্ধ হয়ে
আমি শুধু তোমারই ছবি আঁকি,
আমার মনের গহীনে।