নিঃশব্দতার ঝরা পালক,  
মনের গভীরে ঝরে নির্বাক,  
শব্দহীন সেই আর্তনাদ,  
পাখির মতো ডানা মেলে,  
উড়ে যায়, তবু কাঁদে গোপনে।  

চোখের জলে ভাসে সে শোক,  
অস্পষ্ট সব কথার রেখা-  
কেউ বোঝেনা শুধু পড়ে থাকে  
আবছা ছায়ার মতো-নিঃশব্দতায়