একদিন ভালোবাসাকে বললাম
তুমি কি চাও আমার কাছে ?
চারিদিকে ছড়িয়ে আছে প্রতিপত্তি
আমার সাম্রাজ্য
ঐ দূর দূর যত জমি
সব আমার
সিন্দুক ভরা যত অলংকার, ধনদৌলত
অর্থ, বিত্ত, সম্মান
সব আমার
লাইব্রেরি সাজিয়ে যত গ্রন্থ
বাগান ভরা যত বৃক্ষ
খামার ভরা যত পশু
সব আমার, শুধু আমার
এই যে রাষ্ট্র, বিচার, প্রশাসন
সব আমার, আমার অহংকার
বল প্রিয়ে, কী চাও তুমি?
ভালোবাসা শূন্য হৃদয়ে
মুচকি হেসে বলল,
"যদি ভিক্ষা চাইতে হয়
তবে তোমার হৃদয় চাইব।
কদাচিৎ অন্য আর কিছু চাইনা।"