মানুষটি মনের ক্যানভাসে আঁকত ফ্রক পরিহিত কিশোরীর চিত্র!
চিত্রটি হাসিমুখে চেয়ে থাকে প্রেমিক শিল্পীর চোখে...
সখি, ভালোবাসা কারে কয়!
তারপর বৃষ্টি নামে, অঝোরে বৃষ্টি নামে
ক্যানভাসের রঙ গলতে থাকে...
কিশোরীর হাসি ভেসে যায়, ভেসে যায় কৈশোর
গলিত লাল রঙে রঙ্গিন সিঁথি, কপাল, গাল...
মানুষটি একদৃষ্টিতে চেয়ে থাকে প্রেমিকার স্নিগ্ধ চোখে...
সখা, এর নাম বুঝি প্রেম!
কিশোরী কখন হয়ে গেছে প্রৌঢ়া
সময়ের ম্যাজিক! অচ্ছেদ্য বন্ধন!
দুইজনের নাম কিন্তু একটাই, শ্যামলী!