যে মানুষটি আতঙ্কিত শঙ্খচিলে
নখের চক্রবুহ্যে দেখত রক্তাক্ত হৃৎপিন্ড
বিবর্ণ চোখে স্বপ্ন লুণ্ঠনের কেতাবী অভিব্যক্তি

মানুষটি কি চিত্রকর!

নাভ্রাতি লোভার হেয়ার স্টাইল তার দাড়িতে
তবুও রাবিন্দ্রিক, বাল্মিক অভিনেতা

কিছু কাল অতিক্রমে আকাশ মেঘহীন
উধাও শঙ্খচিল আর তার ডানা
অফুরন্ত রোদে হারায় নিজস্ব আলো

লোকটির সাথে রোজ দেখা হয়
এখন সে আকাশে তাকায় না
তবু খুঁজে চলে নতুন শঙ্খচিল।

আমি খুঁজি মানুষটির পরিচয়...