সেই ছেলেটির কথা মনে আছে
রেললাইনের ধারে বসে ধানের বুকে ঢেউ দেখত
লাইনে কান পেতে মাইল মাইল দূর শব্দ শুনত
আর পাকা আমের গন্ধ বুকে নিত ।
সবাই ভাবত ছেলেটি পাগল
কোন কাজে মন নেই, খালি আকাশ দেখে
তারা গোনে, ঘাসের সাথে কথা বলে
ছুটে পালিয়ে যায় নদীর দিকে, জমির পিছন জয়ন্তী পাহাড় ।
বৃষ্টিভেজা মাটির রাস্তায় সে নাচতে নাচতে
সবাই ভাবত আছাড় খাবে
ও চলত শূন্য প্রান্ত মাটি ছোঁয়া আকাশ দেখতে
ও আকাশ ছুঁতে চেয়েছিল ।
সবাই পণ্ডিত হতে চায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার
শিক্ষক, অফিসার, খেলোয়াড় কত কিছু
সবার হাজার হাজার নিজের স্বপ্ন
ছেলেটি শুধু কবি হতে চেয়েছিল ।
সেই ছেলেটি আকাশ দেখতে চেয়েছিল
কত অজানা তারাদের বন্ধু হবে ভেবেছিল
সে কোনদিন মানুষ হতে চায়নি, কবি হতে চেয়েছিল
এখন নিজেই আকাশ হয়ে গেছে...