আকাশে উড়ছে যে শকুনগুলি
ওদের নামও শাসক!
মাটিতে যে শেয়ালগুলি ছুটে বেড়াচ্ছে
তাদের নামও শাসক!
তোমাদের বুকে যে আগুন জ্বলছে
তার নাম ভালোবাসা!
তোমাদের মস্তিষ্কে যে ঝড় বইছে
তার নাম যন্ত্রণা!
ভালোবাসা এবং যন্ত্রণার চক্রব্যুহে
আজ ফেঁসে গেছে শাসনযন্ত্র!
চেয়ে দেখ, ওদের দৃষ্টিতে আলোকিত অন্ধকার!
শাসকদের পতাকার সব রং পুড়ে, হয়ে গেছে কালো!
আর মোমবাতি নয়, এবার জ্বালাও মশাল
ওরা মানুষ নয়, জন্তু নয়, ওরাই গণতন্ত্রের কঙ্কাল!!
জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও অভিশপ্ত রাত
জ্বলুক ধর্ষক, পুড়ুক খুনি, চক্রান্তকারীদের বিষাক্ত হাত।
রাত দখল চাইছে ন্যায় বিচার, চাইছে বর্বরতার ছাই...