যদি দেখো, আমার উপর ধেয়ে আসছে কালোমেঘ
বিদ্যুতের তীব্র ছটা, প্রবল বজ্রপাত, মুষলধারে বৃষ্টি
যদি দেখো, আমার ভাঙাচোরা গৃহ, ছেঁড়া পোশাক
অর্ধাহারে বিপর্যস্ত মুখ...
যদি দেখো, আমার পিতা-মাতা, সহধর্মিণী, সন্তান
আত্মীয়, পরিজন, বন্ধুবান্ধব সবাই আমায় ছেড়ে চলে গেছে
যদি দেখো, যৌবন, স্বপ্ন, ভবিষ্যৎ
এমনকি আমার প্রিয়তমা কবিতাও আমায় ছেড়ে চলে গেছে
তবু আমায় ছেড়ে তুমি চলে যেও না...
যদি কখনও বুঝতে পারো, আমি বিপথগামী হয়েছি
আমার অন্তরে আর প্রেম নেই!
তখন আমায় ছেড়ে চলে যেও...
হয়ত আমিও হারিয়ে গেছি ঐ দূর কুয়াশায়...