মেয়েটি কখনও কাউকে আঘাত দিতে চায়নি
মেয়েটি কখনও কাউকে ভুল বোঝেনি
মেয়েটি কখনও কাউকে অবিশ্বাস করেনি
মেয়েটি কখনও কাউকে শাস্তিও দেয়নি
মেয়েটি চেয়েছিল একজন মনের মানুষ
মেয়েটি চেয়েছিল শাঁখা আর সিঁথিতে সিন্দুর
মেয়েটি চেয়েছিল স্বামী আর সংসার
মেয়েটি চেয়েছিল এক বুক ভালোবাসা
মেয়েটি পিতা-মাতার একমাত্র সন্তান
মেয়েটি বিদুষী, সুন্দরী, অভিমানী
মেয়েটি একটি স্কুলের দিদিমণি
মেয়েটির মুখের হাসি কে যেন কেড়ে নিয়েছে
মেয়েটি এখন বড় একা
মেয়েটির ভালবাসার সাথে বিচ্ছেদ হয়ে গেছে
মেয়েটি আমাদের ঘরে ঘরে নানান নামে বেঁচে আছে
মেয়েটি এখনও তার শয়তান স্বামিকে ভালবাসে
মেয়েটি বুঝতে পারেনা
তার কী অপরাধ! কেন এত বড় শাস্তি পেল!
পাষাণ ভগবান শুধু নির্বাক চেয়ে থাকে...
মেয়েটি হয়ে ওঠে ঈশ্বরী ।