মেয়েটি খুব সুন্দর
ভরাট মুখ, গভীর চোখ, দীর্ঘ কেশ, মিষ্টি হাসি
দেহের গঠন আকর্ষণীয়, কণ্ঠস্বর রহস্যময় সুন্দর
মেয়েটি ভাষাবিদ
নোয়াখালীর অদ্ভুত বাঙাল থেকে হিন্দি, ইংরাজির শুদ্ধ উচ্চারণ
পবিত্র সরকারকেও চমকে দিতে পারে !
মেয়েটির প্রতিভা নিয়ে কোন সংশয় নেই
বিরল বহুমুখী প্রতিভা ওর রক্তে, ঠোঁটে...
মেয়েটির নাম কবিতা
সে স্বপ্ন দেখত, ওর স্বামী যেন কবি হয়
অক্ষরের কবিতার মতো ওকে ভালবাসবে
মেয়েটি কখনও ভাবত ওর স্বামী কৃষক হবে
বিকালে জমি থেকে মাটির ঘরে ফিরে আসবে
ও গামছা দিয়ে ঘাম মুছে দেবে...মোটা চালের ভাত রেঁধে খাওয়াবে
মেয়েটি এমন অনেক স্বপ্ন দেখত
স্বপ্ন আনন্দ দেয়, স্বপ্ন আদর করে, স্বপ্ন হারিয়ে যায়...
মেয়েটি এখন ইংরাজির অধ্যাপিকা
ওর স্বামীও উচ্চপদস্থ সরকারী কর্মচারী
সুখি, স্বচ্ছল, সুশিক্ষিত পরিবার নিয়ে সে খুব ভাল আছে
এখন মেয়েটি আর কোন স্বপ্ন দেখে না
স্বপ্ন দেখার মতো সময় ওর নেই ।