বাবা মানে শাসন, বাবা মানে দূরত্ব
বাবা হলেন দূর ছাই, দেয় না কোন গুরুত্ব!
বাবা মানে নজরদারি, নষ্টের পথে বাধা
বাবা মানে পরাধীনতার বেড়ি, আমি যেন হাঁদা!
এরচেয়ে মা ভালো, কত ভালোবাসে
বাবা যখন কাজে যায়, সবাই মন খুলে হাসে!
বাবা যদি বিদেশ থাকত, কি মজাই না হোত
আজ বাবা ফ্রেমে বন্দী, সাতাশ বছর গত!
বাবা হয়ে আমি বুঝি, ভালোবাসা কারে কয়
সন্তানের মঙ্গলে শাসন, তাঁর কৃপায় জয়!
নীরবে রক্ষা করেন, করেননি কোন অভিনয়
সকল ভালোবাসার বাপ তিনি, আমি পেতাম ভয়!
যাদের আজও পিতা আছেন, তারা ভাগ্যবান
বাবা কোন মানুষ নয়, তিনি স্বয়ং ভগবান।।