ভোরের সূর্যকে প্রণাম করে বলি
পিতা, আমায় পবিত্র করে তোল
মিষ্টি রোদ আমায় আদর করে বলে,
'মা'!
গঙ্গার বুকে ডুব দিয়ে বলি
মাগো, আমায় পবিত্র করে তোল
ঢেউগুলি সমস্বরে বলে,
'মা'!
বৃক্ষের গায়ে হাত বুলিয়ে বলি
সখা, আমায় পবিত্র করে তোল
পাতাগুলি সুর তুলে বলে,
'মা'!
রাত্রির আকাশে নক্ষত্রদের বলি
বন্ধু, আমায় পবিত্র করে তোল
ওরা মিটমিট করে বলে,
'মা'!
মন্দির, মসজিদ, গির্জার দ্বারে এসে বলি
হে পরমাত্মা, আমায় পবিত্র করে তোল
সুগন্ধ বাতাস আমায় জড়িয়ে ধরতেই
হৃদপিন্ডে বেজে ওঠে,
মা, মা, মা, মা....