একজন জ্ঞানী মানুষও তোমার সাথে নেই
একজন বুদ্ধিমান মানুষও তোমার সাথে নেই
একজন অর্থনীতিবিদও তোমার সাথে নেই
তোমার সাথে নেই কবি, দার্শনিক, কৃষক, শ্রমিক, শিল্পী, অতীত, ভবিষ্যৎ, ব্রাহ্মণ, শূদ্র, ম্লেচ্ছ, মা...
তোমার সাথে নেই তোমার বিবেক, মনুষ্যত্ব, ধর্ম, শিক্ষা....
তবু কোন চিন্তা নেই তোমার!
কারণ তোমার সাথে আছে অফুরন্ত উন্মাদ!
বেনিয়া আর যুদ্ধবাজ!
যারা তোমার মধ্যে খুঁজে পায়
কলিযুগের কলিবতার!
আমি অপেক্ষায় মহাকালের গহ্বরে....