মানুষটি আকাশকে খুব ভালোবেসেছিল, মহাকাশবিজ্ঞান পড়তে চেয়েছিল।
মন ভাসিয়ে দিয়েছিল অনন্ত দিগন্তে, নক্ষত্রে, চাঁদে, আকাশগঙ্গায়...
তবু সে কোনদিন আকাশকে জড়িয়ে ধরতে পারেনি।
মানুষটি নদীকে খুব ভালোবেসেছিল,
নদীর জলে হাবুডুবু খেতে খেতে সে মরতে বসেছিল।
মানুষটি জাত প্রেমিক, শুধু ভালোবাসতে জানে।
সে প্রকৃতিকে ভালোবাসে, ভালোবাসে পশুপাখি, মানুষ, গ্রন্থ, সঙ্গীত, থিয়েটার, রেলগাড়ি, উৎসব...
প্রেমিক মানুষটি সকাল থেকে রাত একটি স্টেশনারি দোকান চালায়।
যার নাম দিয়েছে 'ভালোবাসা'।