স্টিলের জানালায় মুখ বড়িয়ে দেখি
চারিদিক অন্ধকার, নিশীথ বাতাসে দেবীপক্ষের প্রতিপদ
এ কোন সংবাদ নিয়ে এল অনুভূতি!
বারান্দায় জ্বলজ্বল অনাথ বিড়ালটি
আলোর অপেক্ষায় জানালায়
সাইকেল-ক্লান্তিতে দু'চোখে নেমে আসে আঁধারদৃষ্টি
সময়-অন্ধতায় এক বৃত্ত থেকে অন্য বৃত্তে অবতরণ
কে এসে দাঁড়ায়, ইসলামি বৃদ্ধ! হতাশ দৃষ্টি
দগ্ধ সর্বাঙ্গে জেহাদি ইতিহাস খোদিত
কিছু বলতে চায়!
প্রতিবেশী বৃত্তে শ্বেতশুভ্র খ্রিস্টান যুবক, অবাক দৃষ্টি
রক্তাক্ত সর্বাঙ্গে শ্বেতাঙ্গ ইতিহাস মুদ্রিত
কিছু জানতে চায়!
তৃতীয় বৃত্তে কৃষ্ণবর্ণ হিন্দু শিশু, মায়াবী দৃষ্টি
বিষাক্ত সর্বাঙ্গে তৃতীয় বিশ্বের ইতিহাস জাগ্রত
একটু হাসতে চায়!
বৃত্ত থেকে বৃদ্ধ, যুবক, শিশু এগিয়ে আসছে
বহুদূর... নিকট... আরও সামনে... ঘরে
কে আপনারা? উত্তরহীন
তারা মিশে গেল রজনিগন্ধা সজ্জিত বাবার সাদা-কালো ফটোয়
বাবা হাসছেন, আমি বোধহীন!
বারান্দায় জলজল আমাদের পুষি।