ঐ যে নীল আকাশ, সূর্য, মেঘ, রামধনু
রাতের আকাশে মূর্তিমান নক্ষত্রপুঞ্জ, গ্রহরাশি, কালপুরুষ,
গৌরগঙ্গা, কর্মমন্দিরের মাঠ, খাল, বিল, জমি
সবাই আমার আত্মীয়।
মন্দির শহরের প্রতিটি বিগ্রহ, লাইব্রেরির প্রতিটি গ্রন্থ,
স্কুল, কলেজ, রেলস্টেশন, ফেরিঘাট
ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পথচারী
সবাই আমার আত্মীয়।
চেয়েছিলাম এমন একটি বিশ্ব
যেখানে বর্ডার থাকবেনা, থাকবেনা সেনাবাহিনী,
পুলিশ, আদালত....
থাকবে শুধু বিশ্বাস, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা, আত্মীয়তা।
প্রত্যেকের দু'চোখে থাকবে স্বপ্ন
শরীরজুড়ে উদ্যম, উষ্ণতা, স্বর্গীয় হাসি, প্রশান্তি...
জেনেছিলাম আমার পিতৃপুরুষ মহাপণ্ডিত বাসুদেব সার্বভৌম!
মাতৃপুরুষ ছিলেন বৈষ্ণব চূড়ামণি অদ্বৈত আচার্য!
আজ আমার সামনে এঁরা কেউ নেই
অন্ধকারে পথ খুঁজি সভ্যতায়, আদিমতায়, অক্ষমতায়...