মানুষগুলি কেমন বদলে যাচ্ছে
সাদা ঝিনুকে মুক্ত ভরা মনে হত
হঠাৎ রক্ত ছিটিয়ে বেরিয়ে আসছে
ডাইনোসর!
কী বিকৃত আচরণ
অজস্র পিশাচের আকাঙ্খা নিয়ে
আমায় নিস্তব্ধ করতে চাচ্ছে
সরছি, সরছি, শুধুই সরছি
ভেঙে যাচ্ছে পা রাখা মাটি
আমি নিরস্ত্র, স্বাভিমান এক কবি ।

সমুদ্রের নোনা জল, পাহাড়ে বরফ ধ্বস
আকাশে বজ্রপাত, অরণ্যে কত দাবানল
অতিক্রান্ত আমার সফর
আজ হৃদয় নয়, মস্তিষ্কে রক্তক্ষরণ চলছে

হঠাৎ আমার নিরানব্বই জন্মের থুথু
ছিটিয়ে দিলাম সেই মুখে
জানি না কী হবে পরিণতি!
বন্ধ চোখ খুলে দেখি ডাইনোসর পালাচ্ছে
ভাবছি কেন এমন চমৎকার!
হঠাৎ কে যেন বলে উঠল
ঘৃণার চেয়ে বিধ্বংসী পারমাণবিক অস্ত্র
আজও তৈরি হয়নি ।

(কাব্যগ্রন্থ- কবিতায় পঁচিশ বছর, শূন্য দশক)

"কবিরা বোধহয় নিজের ভবিষ্যৎ নিজেই দেখতে পারেন । 'নিরুদ্দেশ', 'অস্ত্র'-র মতো আরও কয়েকটি কবিতা সন্দীপ গোস্বামীর কাব্যগ্রন্থগুলিতে পড়েছি । চোখ ঝাপসা হয়ে যায় । অথচ তাঁর মতো ইতিবাচক মানুষ আমি খুব কম দেখেছি । আপনারা পড়তে চাইলে সেই কবিতাগুলি পোস্ট করতে পারি বন্ধু ।" সাগ্নিক