বিস্তৃত তরঙ্গ রাশি,
আর অবাধ্য চলাচল তোর
রক্তিম আভা, নববধূর সিঁদুর সদৃশ ।
তোর দখলে ধমনীর কার্যবিধি,
আজীবন জুরে তোর ব্যস্ততাই জাগিয়ে। তোলে,
নবশিশুর অস্তিত্ব ,
পৃথিবী প্রাণ ।
সমগ্র বিশ্বজুড়ে, তোর নামেই তৈরি বংশ,
বংশপরিচয,
আর তোর নামেই,
কুৎসিত গালাগাল, অবৈধতা ।
তোর বলেই শিবাজীর যুদ্ধ জয়
তোর নামেই নেতাজির স্লোগান ।
ইতিহাস বদনাম তোর নামে?
বোকা মানুষ,
ইতিহাস যে তৈরী ই তোর নামে ।
আর তুই কিনা শুধু,
হৃদয়ের মাঝে,
শিরা উপশিরাতে লুকিয়ে গেলি! !!!
তোর তেজস্বীতায জেগে ওঠে বীর্য বান পুরুষ,
তোকে ব্যবহার করে ক্ষমতাশালী এই। পৃথিবী আজ ও,
বল হে মহামানব,
রক্তের জোর ছাড়া,
তোমার অস্তিত্ব কোথায় ?
মুমূর্ষু রোগী ও,
তোর স্পর্শে জেগে ওঠে,
তোর স্রোতের আঙুল ধরে,
তাই কি ভালবাসা ও তোর ই রঙে রঙিন?
ভালবাসা নাম দেওয়া হয় হৃদয় নামে
আর তুই?
তোকে ছাড়া যে অর্থহীন হৃদয় ।