কোথায় পাব আমি তোকে?
আধার রাতে,
নাকি শেষ যাওয়া
পড়ন্ত বিকেলে?

চোখ ঘুম দৃষ্টি
আচল বাধা স্বপ্ন গুলোর
বেমালুম ভুল রাজত্ব

আমি ভেজা শরীরে নই
বারান্দার কোনে
না আছে কোন বিষাক্ত স্মৃতি

তোর ঝাপসা ছবি আছে হৃদয়ে
মুখচোরা কিছু অস্তিত্বে

ম্লান রোদ ছেয়েছে গাছের শিখর
আবছায়া অন্ধকার
এই বারান্দায় আর কেউ নেই
শুধু কিছু প্রতিধ্বনি
কোথায় পাব আমি তোকে ?