নীল ডুরে শারিটা,
একটু কুঁচকে ছিল,
ক্ষতি নেই,
কুচির ভাঁজে লুকিয়ে সব।
কথায় বলে,
শারিতে হয় নারী বেশ,
কুর্তি, জিন্স চলবেনা তাই।
কাজল টানে মায়াবী চোখ,
রাঙা ঠোঁটে
আরও বেশি ইচ্ছে আগুন।
বারবার ঘড়ির দিকে তাকিয়ে,
অপেক্ষায় অধীর,
আসবি তুই,
বৃষ্টি ভেজা রাতে ।
একচুলো সুভাষ তোর,
আমি অন্ধকার বারান্দায় একা।
একটানা ঝি ঝি,
আর কিছু রাতজাগা পাখির,
মৃদু কাকলি ।
ভেজা চোখে কাজল নষ্ট হয়,
আমি আবার সাজি ।
দেয়াল ঘড়ি তে শব্দ! !
12 টা বাজল কি?
ঘুম জড়ানো চোখে,
জেগে উঠি বারবার,
এই বুঝি এলি তুই।
কিন্তু,
কোথায়? না তো।
পুব আকাশে লালের রেখা,
আজ রাতটাও গেল কেটে,
অধীর অপেক্ষায় রইলাম আমি,
আজও এলিনা তুই ।