আমি অসহায় এক নারী
তেজ বীর্যে তোমার পাশে,
আমি দুর্বল
নারীদেহ ধারী ।
আমার কোন শোক নেই।
তোমার বিপুল শক্তিতে তৈরি হয়েছে
বিশ্বযুদ্ধ।
ভুলে গেলে?
ফ্লোরেন্স হয়ে তোমার জন্য,
আমি ই তো ছিলাম সেথা।
তোমার গুণে তুমি রবীন্দ্রনাথ,
ভুলে গেলে?
কাদম্বরী হয়ে আমি ই তো ছিলাম,
তোমার প্রেরণা।
আমি অসহায় দামিনী,
কিংবা,
আমার ধর্ষণের রক্তে রক্তাক্ত
তোমাদের কামদুনি।
অথচ দেখ,
কখনও মা, কখনও বোন
কখনও স্ত্রী হয়ে শেষে,
আমি আজও তোমার পাশে ।
তোমারি রক্ষায় আমি ত্রিশূল ধারিণী
তোমারি প্রয়োজনে আমি গর্ভধারিণী।
সেই মহাভারতে,
পঙ্চস্বামী ধারণ করেছি।
তোমারি মাণ রক্ষার্থে।
কলঙ্কের কালি দিয়েছিলে তুমি
আমি যে অসহায়
তাই তোমারি জন্যে
কলঙ্কিনী দ্রৌপদী
কিংবা রাধা।
আমিই মেরি, সানিয়া,ছন্দা,
তবুও তোমারি গর্বে গর্বিতা।
তোমারি পরিচয়ে অহংকারী।
আমি অসহায় এক নারী ।
যুগ যুগ ধরে
তোমারি জন্যে
বলিদান করেছি নিজেকে ।
কী দিয়েছ তুমি?
ভালবাসা?
ওকথা বোলোনা,
হাস্যকর শোনায়।
ভালবাসা শিখলে কবে?
তুমি তো পার
অধিকার নিতে।
তবুও দেখ,
তোমারি জন্যে বৃষ্টিধৌত যৌবন সাজিয়ে আছি
আমি অসহায় এক নারী ।