হারিয়ে যায় একটি রাত,
হারিয়ে যায়,
বৃষ্টির সাথে না কাটানো দিন গুলো ।

পাথর বাধা বুকে,
স্মৃতির মৃদু রনন।
আর না পাওয়া অকারণ ইচ্ছে-
এলোমেলো -

চোখ বন্ধ অন্ধকারে,
ভেসে যাওয়া বৃষ্টিতে,
আমি হাতের বেড়াই তার হাত।

আর না জানা কিছু কথা,

হারিয়ে গেছে সব,
হয়তো আমার আমিকেও হারিয়ে ফেলেছি তার সাথে।

কবিতার অক্ষরে,
নির্বাক ইচ্ছের ঝংকার।
প্রতি রাতে এই নতুন শব্দে ,
একে রঙিন করে তুলতাম।

আজ শুধুই মৌন হৃদয়,

ঠোঁট ফাটা রক্তে,
জঠর জালার বিষ।
একটানা রাতে ঝিঝির ডাক।
আর কিছু হিজিবিজি চিন্তার ভির।

হারিয়ে গেছে চোখের জল,
হারিয়ে গেছে শব্দ।

এই নিরব রাতেও,
কবিতা আর আসেনা-
চেষ্টাতেও মুখে।