একটি শীতল হাত, ভিজে চুল, প্রতিদিন
রেখে যাচ্ছিলে তুমি
আমার বুকের উপর
আমার বাগানের উপর
কী অসহ্য যন্ত্রণা! কী তীব্র হাহাকার!

তোমার চোখের ভিতর দেখেছিলাম
কিছু নীল পদ্ম, জোনাকির আলো,
হৃদয়ের ভিতর অনাবিল পুষ্প;
ফিরে গেছি বারবার
আমি এক তৃষ্ণার্ত প্রেমিক
তোমার ঠোঁট, তোমার নাক,
তোমার উষ্ণ কর‍তল, একটু ছোঁবো বলে।

চারিদিকে অসংখ্য ফুল, অসংখ্য গাছ,
পাখি, প্রজাপতি, অজস্র মুখ
আমি তবু তীব্র পিয়াসী
তোমার ওই
নীল পদ্মের
অনাবিল পুষ্পের।

এপারে আমি— ওপারে তুমি
মাঝখানে রাখলাম
আজ বিরহের অনন্ত আকাশ

ঠিক এইবার,
প্রতিটি পলক জল থেকে
উঠে আসছো তুমি
যেন বিম্বাধর এক মধ্যযুগীয় তন্বী
কলসী কাঁখে সিক্ত বসন।