এইবার করেছি পণ, অনর্থক কথা নয় আর
যা কিছু দেখেছি জীবনে, বিষময় ক্ষত, কণ্টক
রক্তাক্ত মুখ, আর্ত চিৎকার
মেখে নেবো সালুনমাখা ভাতে।
আমি নির্বোধ বলে, হেঁটেছি বহু পথ
ভেঙেছি পাহাড়, টিলা,
মেখেছি ধুলো, এতদিন; মাথার উপর
কা কা শব্দে বয়ে গেছে বিষাদজীবন।
এই তো রাজমুকুট, জয়মাল্য,
অগ্রজ কবিদের মতো দু দণ্ড শুধু স্তুতি করো
চোখ কান ঢেকে দু হাত দিয়ে, অতঃপর
বাজাও মৃদঙ্গ, সরাও জঞ্জাল, শাসকের থুতু।
মেঘ তো ক্ষণিকের, শাশ্বত শুধু
অর্থময় রঙিন জীবন।