চেয়েছিলাম- তুমি আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে;
তুমি হয়ে গেলে ভাইরাস- করোনা।
দেশে-দেশে ঘুরছ, খাচ্ছ, আবার মেরেও যাচ্ছ বেশ।
আমাকে যেদিন ছেড়ে দিলে, সেদিনই ভেবেছিলাম-
তুমি হয়তো মানুষ খেকো হবে।
অবশ্য তুমি যাদেরকে ছেড়েছ,
তারাই এখন সুখ-গেরস্থের ভাগিদার।
সত্যিই কি তোমার ভাইরাসি ছোবল ভাল লাগে?
প্রথম যেদিন একসাথে আইসোলেশনে গেলাম,
তুমি বলেছিলে- তুমি শুধু আমার মাঝেই থাকবে।
কিন্তু, কী এমন হয়েছিল?
এতোটা বছর কেটে গেল, তুমি কি কারও হতে পেরেছ?
শীত ও বসন্তে তোমার উলঙ্গ রূপ বেশ কষ্ট দেয়।
কিন্তু, তুমি তো নিতে পারতে উড়ন্ত ফাগুন;
দিতে পারতে শ্রাবণ-বরষা।
শেষপর্যন্ত তুমি হয়েছ- পথের আতঙ্ক।
---------------------------------
রচনা: ১৫/০৩/২০২০ ইং, চট্টগ্রাম।