মন্দির পোড়ায়, মসজিদ পোড়ায়,
গীর্জায় চালায় গুলি,
শ্রেষ্ঠ হতে যায় প্যাগোডায়,
রাস্তায় ওড়ায় ধূলি;
তারা    সব ইতিহাস ভুলে, লাগায় চোখে ঠুলি,
আবার তারা আওড়াতে চায় হামবড়া সব বুলি।

এসব কারা? এসব কারা?

হয়তো তারা- অন্যকোন জীব, মানুষ তারা নয়;
মানুষ হলে পুড়তে মানুষ  লাগত তাদের ভয়।

উগ্র তারা, হিংস্র তারা,
তারা    সবাই জানোয়ার;
তারা    নিজের দলের আখের গোছায়,
নষ্ট চালে নিচ্ছে হাতে ধারাল তলোয়ার।

মানুষ কোথায়? মানুষ কোথায়?
খুঁজি- সৎ মানুষের দল;
ওই চেয়ে দেখ্- যাচ্ছে বেড়ে উগ্রবাদীর বল,
তারা  নিচ্ছে কেড়ে শান্তির ধরাতল।
তাদের বিবেক গেছে ঝরে,
ধার্মিক সেজে মারছে মানুষ, করছে নানা ছল।

কখন তোরা মানুষ হবি, বল্ ?
ওরে, মানুষ খেকোর দল;
মানুষ যারা আর কতদিন ফেলবে চোখের জল?

আয় রে হেলাল, আয় রে বেলাল,
আয় রে শ্যামল, আয় রে বিমল,
আজ তোরা সব মানুষ হয়ে যা;
মানুষ হয়ে সবার সাথে এক পাতে সব খা।

কী লাভ বলো নীতির ভাষণ গিলে,
আসবে যদি মৃত্যু তিলেতিলে।
চল্ রে সবাই পালন করি মানবধর্ম এবার,
সবাই মিলে গান গেয়ে যাই সব মানুষের সেবা'র।
-----------------------------------
রচনা: ২৮/০২/২০২০ ইং, চট্টগ্রাম।