কবিরা সবসময় বন্দি থাকে-
প্রেমের গহীনে, বোধের শেকলে,
প্রকৃতির দোলায়িত ফাঁদে।
আক্ষরিক অর্থে কবিরা মুক্ত বিহঙ্গ;
কিন্তু, কবিরা বন্দিত্ব বরণ করে সেদিন,
যেদিন কবিতা পাখা মেলে।
যে বিবেকের কাছে বন্দি হতে পারে না,
সে অভিশপ্ত খেচর।
যে প্রেমের কাছে বন্দি নয়, সে খাদক;
আর বোধের কাছে বন্দি না হলে, সে সন্ন্যাসী।
প্রেমের শেকলপরা কবি
দ্রোহের সুর তোলে অগ্নিবীণায়।
প্রকৃতির কাছে বন্দি যে কবি,
তার চোখে ভেসে ওঠে নকশি কাঁথার মাঠ।
বোধের গহীনে যার আজীবন কারাবাস,
তার এক হাতে গীতাঞ্জলী,
অন্য হাতে শেষের কবিতা।
আর শুদ্ধতার কাছে বন্দি হলে,
গেয়ে যায় অসীমের জয়গান।
কবিতা মানে বন্দি হওয়ার আহ্বান;
কবি বন্দি হয় মানুষের হৃদয়ে-হৃদয়ে,
কবি বন্দি হয় পৃথিবীর বিস্তৃত প্রান্তরে।
তাই কবিতার পথ ধরে,
চাই আজীবন বন্দিত্বের উদাস দাসত্ব।
--------------------------------
রচনা: ২৫/০৩/২০২০ইং, চট্টগ্রাম।