আমি নই কষ্টের ফেরিওয়ালা;
আমি ফেরি করি হৃদয়ের ভালবাসা।
কেন দিতে যাব লাল, নীল কষ্ট?
ভালবাসা আছে যত, নিয়ে যাও।
বিনিময়ে চাই না কিছুই;
যদি পারো দিয়ে যেও একমুঠো হাসি।
আমি ঘুরে-ঘুরে ফেরি করি রাস্তা বা বস্তিতে।
কখনওবা থেমে যাই - কারও চোখে জল দেখে,
কারও মুখ কালো দেখে,
কারও ছেঁড়া জামা দেখে।
যদি পারি, খানিকটা দিয়ে যাই ভালবাসা।
এছাড়া থলেতে আছে কিছু স্বপ্ন।
যারা রোজ হতাশায় ভুগছে,
যারা হাবুডুবু খাচ্ছে কষ্টের সাগরে,
বের করে দিয়ে দিই ফ্রিতে।
ফেরি করি সত্যের বারতা;
থলেতে আর কিছু নেই যে।
লাভ দিয়ে কিনে নিই মিথ্যার ছলনা;
এরপর ফেলে দিই ময়লার ডিপোতে।
আশা ছিল, ফেরি করি মানবতা;
প্রোডাক্টটি পাই না সহজে।
কিছু লোকের আছে তা, মূল্যটা বেশি যে!
যদি চাই কিনতে, দিতে হবে রক্ত;
বলুন কীভাবে মানবতা ফেরি করি?
আমি নই কষ্টের ফেরিওয়ালা;
আমি ফেরি করি হৃদয়ের ভালবাসা।
মূল্যটা হোক তা যতোটাই,
রেখে গেলাম ইচ্ছেটা;
একবার মানবতা ফেরি করে যেতে চাই।
---------------------------------
রচনা: ২৩/৫/২০২০ ইং, চট্টগ্রাম।