একটা দেশ ছিলো,
সেই দেশে, কিছু মহামানব ছিলো ;
একদিন বসন্ত এলো,
দেশের প্রতিটা প্রান্তে ফুল ফুটলো।
প্রেম দিবসের আগমনী বার্তা
প্রত্যেক ঘরে ঘরে ধ্বনিত হলো ;
খেলার মাঠ, শপিং মল এবং সরোবরের পাড়ে
প্রেমিক - প্রেমিকার প্রেমবাণী শোনা গেলো।
বসন্তের ফুলের বাহারে
ফুলের দোকানগুলো সেজে উঠলো ;
একে একে প্রেমিকেরা হাজির হলো
সকলেই একটা করে গোলাপ কিনলো।
সকলের কেনাকাটা শেষ হলে
রেডিওতে কিছু একটা শোনা গেলো,
সমগ্র দেশের আকাশে
মৌনতার মেঘ জমলো।
শোনা গেলো পুলওয়ামা
শোনা গেলো, ধ্বংসলীলা ;
শোনা গেলো বীর জওয়ান
শোনা গেলো, জঙ্গি হামলা।
ভারতমাতার বীর সন্তানদের দেহ
ছিন্ন - বিচ্ছিন্ন হয়ে সীমান্তে লুটিয়ে পড়লো ;
যেখানে ছিলো প্রেমিকের সমাগম,
সেখানে পতাকা উড়লো।
তার মাঝে, দেখা গেলো
চল্লিশজন প্রেমিকের গোলাপ ;
আর গোলাপের প্রতিটা পাপড়িতে
চল্লিশ দেবতার অমূল্য রক্তের ছাপ।