প্রিয় সঞ্চিতা,
কোনো এক ভোরে , হুগলি নদীর তীরে
আলাপ হবে তোমার আর আমার
অন্য পরিচয়ে ;
তুমি রইবে অচেনা ভিনদেশী,
আমিও হবো কোনো এক ছদ্মবেশী ।
কিছুটা মুহূর্ত কাটাবো একসাথে,
হয়তো হাত রাখবো না হাতে ;
খানিক কথোপকথনের মুহূর্তগুলো
নতুন আশায় জ্বালবে আলো
হৃদয়ের অন্তরালে।
সেইদিন আমার চোখে হয়তো থাকবে না
বিরহের যন্ত্রণা ;
এই জন্মের কষ্টগুলো , হয়তো পরের জন্মে
স্মরণে থাকবে না।
হয়তো মানুষ হবো না ,
হয়তো পাখি হবো ;
হয়তো পক্ষী বেশে , অচেনা দেশে
তোমায় খুঁজতে যাবো।
সামনা সামনি এলে তুমি ,
তোমার আঁখিতে হারাবো আমি ,
দেখবো ভালোবাসার টান ;
তখন না হয় শুনিয়ে দেবো,
আমার লেখা গান।
নামবে সন্ধ্যে , ফিরবো নীড়ে
সেই হুগলি নদীর তীরে ;
আবারও তুমি নিখোঁজ হবে
হাজার প্রাণের ভিড়ে।