আচ্ছা, বড্ড তাড়াতাড়ি চলে গেলে না ?
আরো কিছু প্রহর কাটিয়ে যেতে পারতে,
না হয় আর একটু থাকতে, না হয় আমি ,
আর একটু পুড়তাম, আর একটু বাঁচতাম ।
কতো দাগ লাগিয়ে দিলে গায়ে, কেটে দিলে
অজস্র আঁচড়, গোপনে কখন পুড়লো পাঁজর ,
জানা নেই, এক নিমেষে সব গেলে ভুলে,
আচ্ছা, বড্ড কী তাড়াহুড়ো করে ফেললে না ?
শতশত মুহূর্ত গুমরে মরে, চিৎকার করে নিঃশব্দে,
ঠোঁটের কোণে মুক্ত হাসি , আজ বড়ো বিপন্নে।
আর একটু থেকে যেতে পারতে, একটু সহ্য করতে,
আর একটু হাসতাম, একটু না হয় ভালোবাসতাম।
আচ্ছা , বড্ড তাড়াতাড়ি ভুলে গেলে না ?
আরো কিছু শতক না হয় ঝগড়া করতাম,
দিনের শেষে, মিটিয়ে এসে আবার হেসে বসতাম,
জানি আমি মন্দ বড়ই, হই না আমি যতই খারাপ,
তোমার কাছেই তো এসে দুদন্ড শান্তি খুঁজতাম।
আর একটু থেকে যেতে পারতে ।।