আমার প্রেম, মৃতপ্রায়- বাঁচার আসা খুঁজে
বোঝার অভাব নেই তবু ,চোখ মরে ভিজে;
কথার উপর আস্তরণ আর ভাষা মোর নিখোঁজ
মরা প্রেম ডুবে যায় সইতে না পেরে তার বোঝ।
গানের সুর ফিকে পড়ে যায়, দাড়িয়ে থাকার স্রোতে
চোখের কোনায় যন্ত্রণারা জমা পড়ে রোজ দিনেরাতে
বাঁচিয়ে রাখার কঠিন চেষ্টা, সারা শহর জুড়ে,
বুকের মাঝে স্মৃতির পাহাড়; রোজ-রোজ খুঁড়ে।
ফিরে যাওয়ার অগাদ-আবেগ সারা শরীর ময় ,
মৃতপ্রায় এই প্রেম আমার আর কী বাঁচার নয় ?
হারিয়ে যাওয়ার মত্ত আগুন জ্বালিয়ে রাখা ব্যর্থ
মরা প্রেম জলে ভাসেনা, এটাই বড় সত্য।।