সময় নিয়ে এসো কোনোদিন
গল্প শোনাবো তোমায়
এক পাখির গল্প, এক ভাঙ্গা খাঁচার গল্প
জীর্ণতায় ভরা তবুও তার দরজা ছিল খোলা
সুযোগ ছিল বেছে নেওয়ার বিকল্প
কখনো যে কাউকে আটকে রাখতে নয় ।
সময় নিয়ে বসো কোনোদিন
এক মেয়ের গল্প শোনাবো
যে ফিরে গেছে তার চেনা ঠিকানায়
রাঙিয়ে দিয়ে গেছে সমস্ত প্রকৃতির মন
জমিয়ে দিয়ে গেছে ভালোবাসায়
এক অভেদ্য আস্তরণ
সময় নিয়ে এসো কোনোদিন
এক মায়াবিনীর গল্প শোনাবো,
যার মায়াতে, গোটা জগৎ হয় শান্ত
যার কালো চোখে হারায় মানুষ নিরন্তর
যাকে ভেবেই হারায় অগণিত প্রহর,
শোনাবো, কেনো সে আমার শেষ দিগন্ত ।।
সময় নিয়ে বসো কোনোদিন,
এক না ফেরা মানুষের এর গল্প শোনাবো,
সে হাসিয়েছিল, সে কাঁদিয়েছিল,
স্বপ্ন দেখিয়েছিলো সোনালী বিকেলের
যে এসেছিলো ক্ষণিকের জন্য ,
তবুও দাগ রেখে গেছে অনন্তকালের ।।