প্রতি মুহূর্তে যেন তুমি পুড়তে থাকো
তোমার জ্বালিয়ে যাওয়া আগুনে ।
মানুষ ও কী এমন বদলাতে পারে ?
যেমন শীত আসে ফাগুনে ,
তুমি বলেছিলে , সেই ঘর,সেই মুহূর্তে
তুমি বাঁচবে আমাদের স্বার্থে ,
বদলে দিয়ে চলে গেলে, রেখে আমায় একা
হাজার অনুরোধেও আমি, পাই নি তোমার দেখা
বলো কেনো এমন হলো , কেনো এতো বদলে গেলে,
আমায় এমন জ্যান্ত পুড়িয়ে বলো তুমি কী পেলে ?
শেষ করলাম সমস্ত কিছু , শেষ হয়ে গেলে আমার বা আমাদের অধ্যায় ।
মিত্র , কেনো করলে এমন অন্যায় ?
তুমি ভালো থেকো , তোমার সাজানো জীবন নিয়ে,
আমি আসি, যদি কোনোদিন দেখা হয় , দাড়িয়ে
দেখতে দিও , তোমায় । এখন যেমনটা করলে,
এমন করো না আর , জানি না কেনো আমায় তুমি
করলে ছারখার ।
সুখ খুঁজে দেখি, মৃত্যু বড়ই আজ সুখী মনে হয়,
তোমার এই বদলে যাওয়া আমার পক্ষে মনে নেওয়া সম্ভব নয় ।
তাই হারিয়ে গেলে খুঁজো না আর ।
সব ফুরিয়ে যাবে আজ আমার ।
কী দিয়ে তোমার এই বদলে যাওয়া মাপবো ?
আমার কী সত্যি এই দিনটি প্রাপ্য ?
জীবন সমাপ্ত করলাম ।
তোমায় শান্তি দিলাম ।।