একযুগে এক কৃষ্ণ , রাধার আগুনে পুড়ে
ছুঁয়ে ছিল প্রেম কাঠি, মরণের হাত ধরে
রাজা হয়েও পায়নি সে প্রেম, হারায় রাধা তার
নয়নে অশ্রু ছিল তারও, ভেঙ্গে পড়ে হৃদয়ে পাহাড়
এই দিকে আর এক পাগল , ভালোবেসে মরে
সতীর দেহ কাঁধে নিয়া, তাণ্ডব নাচ করে
পেতেই হবে সব প্রেম, এমন তো নয় কথা
কিছু প্রেম ভগবানেরও, দিয়েছিল ব্যথা ।
তাই যদি করো প্রেম, হৃদয় রাখো খুলে
কে জানে তোমার প্রেম, যেতেই পারে ভুলে
হতেই পারে সব পেয়েও পেলে না তো কিছু
রেখে দিয়ে মনের ঘরে, করোনা তো পিছু
যেতে দাও, খুলে দাও মনের বন্ধ দুয়ার
যদি সে যায় চলে ভেবো না তো আর ।
জন্ম নিক নব পর্ব, ফিরে আসুক বল
যদি না পারো, যাও চলে ছেড়ে সমস্ত কোলাহল ।।