এমন হতেই পারতো,তুমি আমি একা
একটা গোটা পাহাড়ে , নির্জনতায় ঢাকা
বসে পাশাপাশি, আমার কাঁধে মাথা
দিয়ে, উজাড় করে দিতে তোমার যত ব্যথা
এমন হতেই পারতো, তুমি আমি দুজনে
কোনো এক সাগরে, বালির ঘর একমনে
বাঁধতাম একসাথে, লিখে দিতাম নাম
ঢেও এসে ভেঙ্গে দিলেও আবার বানাতাম
এমন হতেই পারতো, তুমি আমি একসাথে
কোনো এক রাস্তায়, হাত ধরে মাঝরাতে
দুজনে পথ হাঁটতাম, জোনাকি সাক্ষী হতো
আমাদের ভালোবাসার মুহূর্তের যতো
এমন হতেই পারতো, তুমি আমি নির্জনে
তোমার চোখে রেখে চোখ আনমনে
এক পলকে বুঝে নিতাম তোমার চোখের ভাষা,
বুঝিয়ে দিতাম দৃষ্টি দিয়ে আমার যতো ভালোবাসা
এমন হতেই পারতো, তুমি আমি বৃষ্টিতে
ভিজে যেতাম তোমার মায়ার দৃষ্টিতে
জড়িয়ে যেতাম তোমার ঐ ভেজা চুলে
রামধনু এঁকে দিতাম আকাশে, দুজন মিলে
এমন হতেই পারতো, তুমি আমি এক'ঘরে
ছোটো একটা সংসার সাজাতাম মনভরে
তোমার কোলে মাথা রেখে,সব বেদনা মুছে দিয়ে
সুখের এক জগতে ভেসে যেতাম তোমায় নিয়ে
এমন অনেক কিছুই হতেই পারতো,
যদি তোমার সঙ্গ পেতাম, শেষ পর্যন্ত
তুমি এলে শুধু স্বপ্ন হয়ে, নিয়ে গেলে নিশ্বাস
পরো জন্মে সব এমন হবে এই আমার বিশ্বাস ।।