তখন ৬২ মত সবে , সকাল বেলা
এক ফালি রোদ চোখ খুলে দিয়ে
জানিয়ে যাই, অনেক হলো বেলা
তাকিয়ে পাশে দেখি, ৬১ এর তুমি
ঘুমের ঘোরে, আঁকড়ে আমার হাত।
জীর্ণ মুখে , সেকাল খুঁজি আমি
ভাবছি কত তখনও পাঁচ সাত
ভাবছি কত পাগলী ছিলে তুমি
পেতে আমায় হারিয়ে ফেলার ভয়
এখনো দেখো , তোমার পাশে আমি
জীবনের সব বিঘ্ন করে জয় ।
এইতো এবার অনেক কাজ আমার
সকাল হলেই, যত আমার জ্বালা
হাঁটুর ব্যথায়, সঙ্গী আমি তোমার
মনের জোরে একটু-আধটু হাটা চলা ।
চশমা ছাড়া ঝাপসা দেখি চোখে
এখন আমার ওষুধ খোঁজার পালা
খুঁজে না পেয়ে ডাকবো এবার তোমায়
ঘুম চোখে , বলবে তুমি বেশ বিরক্ত হয়ে,
রোজ সকালে কেন করো একই ঝেমেলা ।
এসব দিয়েই কাটছে মোদের দিন
তোমার সাথে সারাদিন খুনসুটি
যতই বয়স ষাটের ঘরে হোক, আমি
এখনো তোমায় বাঁদিকে রেখেই পথ হাঁটি
এখন মোরা অনেক সময় কাটায়
নেই মুঠো ফোনে বন্দী থাকার কারণ
এখন মোরা দুজনে নিজেদের সামলায়
এখন মোদের ঝগড়া করা বারণ,
এখন মোরা অপেক্ষা করি দিন রাত
যদি মরণ আসে, আসুক একসাথে
তোমার হাতে রেখে আমি হাত
জ্বলতে চাই দুজনেই এক চিতাতে ....
এখন সবে ২৬ বছর আমার
তবে এমন এক দিনের স্বপ্ন দেখি
সঙ্গে থেকো এমন করেই তুমি
এই তো আর মাত্র ৩৬ বাকি ।।