অনেকদিন পর ধরো, কোনো এক সন্ধ্যায়
কাজের মাঝে হঠাৎ করে, তোমার চিন্তায়
এক আবছায়া ধূসর হাসি মুখ , ক্লান্ত চোখে
বিবর্ণ শব্দের বুলির অ-পূর্ণতা ভেসে ওঠে ,

চমকে যাবে কী ?

নাকি, খুশী হবে ? আমায় দেখে , বলবে কী,
তোমায় দেখতে চায় পূর্ণ রূপে ? তখন আমি
যদি এগিয়ে এসে , ষ্পষ্ট হেসে, থমকে দাঁড়ায়,
নিঃশব্দে তোমায় আমার মায়ায় জড়ায়,

ভয় পাবে কী ?

ধরো ,
সত্যি করেই আবার ফিরে,
সামনে এসে , একটু হেসে
যদি বলি, “ ভালোবাসি ”
আবার ,আমায় ভালোবাসবে কী ?