বোকারা আটকে যায়,
তারা আটকে থাকে কোনো মায়ায়,
তাদের অসুখেও মায়া বাড়ে,
কমে না ; কোনো জ্বরে ।
তারা শেষ হতে চায়, দিন শেষে
ঐ যে স্মৃতি, আসে যে ভেসে ,
তারা অকারনেই অপেক্ষা করে
প্রতি মুহূর্তে তারা রোজ মরে ।
বোকারা অদ্ভুদ রকম ভালোবাসে,
নইলে কী এত প্রেম এক মানুষ এ
বিলিয়ে দিয়ে দিব্যি হাসে ?
তারা কখনোই মেনে নেয় না,
সে নেই আর, তার কোনো আবেশে ।
বোকারা ভালোবাসে, একতরফা, আর
ভালোবাসে বলেই তো তারা বোকা,
এমন একটা জ্বলন্ত পৃথিবীতে
এমন বোকা হওয়া কী সত্যিই সোজা ?