আমি একটা চারা গাছ চেয়েছিলাম
বিনিময়ে রেখেছিলাম গোটা বন্যভূমি,
আমি একটু জল চেয়েছিলাম
বিনিময়ে সাগর রেখেছিলাম ,
তোমার জন্য আমি ।

আমি একটা ঘর চেয়েছিলাম ,
চেয়েছিলাম একটা সংসার
বিনিময়ে রেখেছিলাম ,
এক পৃথিবী অঙ্গীকার ।

তোমার জন্য রেখেছিলাম
এক বুক প্রেম, আর
তুমি দিয়েছিলে অন্ধকার ।।