ইচ্ছে হয় কৃষ্ঞের পাঞ্চজন্য হাতিয়ে নিয়ে
দিই তাতে ফুঁ...
শতাব্দীর অন্তিম যুদ্ধের করি সূচনা
ইচ্ছে হয় মেঘনাদের রথ করি অপহরণ
মেঘের ওপারে গিয়ে নতুন পৃথিবী করি রচনা
কখনো ইচ্ছে হয় বিষ্ঞুর নাভিমূলে
পদ্ম ছিঁড়ে নিই
পদ্মের সব অহংকার নিমেষে ভেঙে দিই
ইচ্ছে হয় গঙ্গার পবিত্রতা ঢেলে দিই পতিতা পল্লীতে
ইচ্ছে হয় নিশিদিন ঘুরি শিবের জটাতে
ইচ্ছে হয় মহাদেবের কালনাগ ছিনিয়ে
বিষাক্ত মানুষগুলোকে দিই সব চিনিয়ে
ইচ্ছে হয় আরো কিছু বন্দুকের বারুদ
যদি পারি জলে ফেলি
যুদ্ধটা থামুক|