আধার ভুবনে জ্যোতিময় আলো
প্রিয় নবী হযরত তব জ্বেলে গেল,
এ ভুবন ছিল যখন আঁধারে ঘেরা
নূর নবীর নূরেতে জেগেছে সাড়া।
প্রিয় নবী না এলে ভব কালিমায়
দলিত ঐ নর-পশু তাদেরই পায়,
প্রিয় নবীর জ্ঞানের সেই জ্যোতি
ঐ আলোতে-ই আজ ভরা পৃথিবী।
উচ্চ-বাচ্য ক রে ছে কত স্বজনে
রাখেননি তো বিদ্বেষ তবুও প্রাণে,
অপমানে অভিমানে মাননি তরে
নূর-নবীর নূর তাই ভুবন জুড়ে।
নারীর অধিকারে প্রিয় নবীজি
পৃথিবীতে আজ তাই মায়ের ছবি,
আল-কুরআন পেল প্রিয় হযরত
তাহাতে ক রি ও সবে মুহাব্বত।
মহাজ্ঞানী মহামান্য প্রিয় হযরত
খোদার মহিমায় পেলো বরকত,
বুঝিতে প্রিয় নবীর প্রিয় কালাম
অধমেরে দাও খোদা তব সম্মান।
******