গীতি কবিতা
এত ভালোবাসি যারে এত ভালোবাসি যারে
সে শুধু আমায়  কাঁদায়,
হয় না পিরিত কালাতে সাদায়।

ও মন রায় ‌হয় না পিরিত কালাতে সাদায়
সাদায় সাদায় হইলে পিরিত হাসে সর্বজনে,
গুনগুনিয়ে  পিরিতের গান যে মনে মনে।

সাদা কালার ঐ পিরিতে অন্ত্র তন্ত্র পুড়ে যায়
সেই আগুন তো যায় না দেখা
জলের তলেও জ্বলে হায়।

ঐ কালাতে কইরা পিরিত হইয়াছি যে নিঃস্ব
সেই দোষেতে দোষী আমি বলে সারা বিশ্ব,
তবু আমার হইলো না লাজ খুঁজি যে সুখ
                                    অন্যথায়।

হয় না পিরিত কালাতে সাদায়
ও মন রায় হয়না পিরিত কালাতে সাদায়,
সাদা কালায় হইলে পিরিত
আগুন জ্বলে সারা গায়।

এত ভালোবাসি যারে এত ভালোবাসি যারে
সে শুধু আমায় কাঁদায়,
হয় না পিরিত কালাতে সাদায়।
                   ******