পুরুষ জনম অনন্তকাল করবে শুধুই কর্ম
পরের ভালো করাই যেন পুরুষ জনম ধর্ম,
ভালো-মন্দে কি আসে যায় সবার কাছে ঋণ
সেই ঋণ শোধ করিতেই সাঙ্গ হবে দিন।
নিজের স্বপ্নে চোখ ঝাপসা পরের স্বপ্ন ক্লিন
পরোপকার করতে করতে দেহ হবে ক্ষীণ,
বুঝেনা কেউ পুরুষের মন জনম জনম ভরে
দ্বিধাদ্বন্দে আপন জনেও ছল-চাতুরী করে।
দুখের সাথে করে লড়াই দেখা সুখের স্বপ্ন
নাইতো জানা আসবে কবে ঐ সে শুভলগ্ন,
ঘাটে ঘাটে দিন ফুরাইয়া শেষে বিবেক হীন
ছাড়বেনা ঐ সংসার জ্বালে বাজিলেও শেষ বিন।
ওই বিনেতে পাগল পারা দিসেহারা মন
ছাড়তে হবে ভবো বাড়ি অতি প্রিয় জন,
আপন ছলে করল যারা আমার সর্বনাশ
তারাই সবে লাশ বলিয়া কাটবে ঝড়ের বাঁশ।
বাঁশের সাথে মাটি চাপায় হবে যখন কবর
আপন বলে আর কোন দিন নিবে কেউ খবর,
ভবো জ্বালে রয়নি মনে কিসের জন্য জান
পুরুষেরে কইরো ক্ষমা দয়ার রহমান।
******