জ্বালিতে চা ই যে দ্বী-পালী
মিলেনা আলো পাই শুধু কালি,
অন্তরও আরোশী মোর তবুও
খুঁজে আঁধারে আ লো ক সাথী।।
বুঝেনা যে এই অ বি চ ল মন
লালসা রোষানলে হইয়া দাহন,
যুগে যুগে-ও বোঝেনা মনান্ত
চাহিয়া রই শুধু-ই আ-দিগন্ত।।
অন্তর আরশী পড়ে যে সে-জনা
পাঠিয়েছে এই ভবে যে জনা,
এলাহি আলমিন সে'যে বাদশাহ
রহিয়াছি যুগান্তর সে'ই ভরসা।।
দিবা রাত্রি করি যে মি ন তি
ঘোচাও মনের যত অ-সঙ্গতি,
বাদশার বাদশা তু মি রহমান
তোমাতে বাজি এই জান ও মান।।
আছে যে ভরসা শুধু তোমাতে-ই
রহিয়াছি তাই আশা প্রভাতের,
তোমার কৃপা বিনে চলেনা ভুবন
কুহকিনীর মনে দাও ঐ অন্বেষণ।।
******