ভবের _ হাট বাজারে সবাই চলছে আলাভুলা
সকাল বেলার বাদশা যেন ফকির সন্ধ্যে বেলা,
হাটের ঘাটের মাঠের নেশায় বিধি-ব্যস্ত খন
হঠাৎ ক্ষণিক প্রলয় এসে'ই কাড়িবে জীবন।
বাদশা ফকির চি ন বে না__সে হুজুর বুজুর্গ
এক নি মি ষে ই__করে নিবে ইহ জনম খর্ব,
চলছে জ ন ম__ বাড়াবাড়ি তাকাব্বরী বেশ
পর জনমে চলবে না তো বাহাদুরি তেজ।
লোভ লালসা স্বার্থের পরে চলা এ জনম
ভবের নেশায় ডুবে র ই লো অবুঝ পোড়া মন,
স্বার্থে লোভে যতই খেলো ভবের নিঠুর খেলা
মৃত্যু যেন____অনিবার্য বিধির অপার-লীলা।
ব্যর্থ স্বার্থ নিয়ে-ই__ করছ ভবো-জনম পার
এমন স্বার্থেই প র জ ন মে ভাঙবে যেন ঘাড়,
ঘাড় তেড়া ঐ ন্যাড়া মাথায় ঢালবে যেন ঘোল
পড়বে মনে ___ঐ জনমে এই জনমের ভুল।
হেলায় ফেলায় খেলায় মেলায় ইহ জনম গত
হিসাব নিকাশ রইল বাকি মনের আড়াল কত,
জনম ভরে পরের ঘরে করলা __ খবররদারি
ঈমান আমল না থাকিলে জমবে কি ওই পাড়ি?
******