ফাল্গুনি হাওয়াতে দুলে দুলে কোথা__যাও
কে ওহে  নন্দিনী  বারে  বারে  ফিরে  চাও,
চৈতালি  চাঁ দ নী তে  হাসিছো প্রাণ খুলিয়া
নিভু  নিভু জ্যোছনাতে যেওনা ফের ভুলিয়া।

বৈশাখে ফুল শাখে  কত  পাখি করে  গান
শুনে শুনে চঞ্চল ওই ______মন  প্রাণ,
আ বে শ  লাগে যে মনে  তাই  সুরে  সুরে
দোলা  দেয়  প্রেম___ তব অন্তরও জুড়ে।

জ্যৈষ্ঠ যে মধু মাস প্রা ণে  জাগে শত আশ
মন  প্রাণ  জুড়ে  চাওয়া  বন্ধুয়ার  বসবাস,
আষাঢ়  শ্রা ব ণ  এলো সাথে নিয়ে বরিষণ
না-পাওয়া মনে মনে  কত  শত  আলাপন।

ভাদ্র  আর আশ্বিনে  গায়ে  লাগে শিন্ শিন
বন্ধুয়ার আসে আসে কাটেনা তো এই দিন,
কার্তিক  আর  অ ঘ্রা ণে র  মৌ  মৌ  গন্ধে
মন চায় জুটে যাক_____জুটি তার সঙ্গে।

পৌষ ও মাঘেতে গায়ে শীতের __শিহরণ
ফুল গুলো ঝরে ঝরে করিতেছে__ক্রন্দন,
খেয়ালী  ভ্রমরা-রা _করে না যে আলিঙ্গন
বন্ধুয়া  বুঝিলনা অ-ভাগীর____তনু মন।
                  ******