সর্বসাধন করিয়াও দেখেছি _মানবতার খড়া
মানুষ নামের অমানুষে ___চারি পাশ ঘেরা,
বোঝেনা মানুষ মর্ম ব্যথায় একে অন্যের মন
খুজিয়া পাইনা আজও সেই__সে আপনজন।

খুঁজিয়া বেড়ায় শুধু শুধু-ই একে অন্যের ভুল
স্বার্থের টানে এই ভুবনে সকলেই__ব্যাকুল,
নিজের__ত্রুটি ঢাকিয়া অন্যেরে দেয় ধোকা
বুঝিয়াও বুঝেনা মানুষ নিজেই কত _বোকা।

আপন মনে সবে ভাবে আপনি __আলহাজ্ব
অন্তর পুরাইয়া দেখেছি  কত শত ধোকাবাজ,
নটরঙে আজ তাইতো সাজিয়াছি __নটরাজ
দেখিবোই দেখিবো ঐ _নটাংগির কোন সাজ।

_ দেখিবই দেখিবো খেলা এই করিয়াছি পন
ভাঙিবই ভাঙিবো ভাঙিয়া_____পাথর মন,
ন্যায়ের নামে__অন্যায়ের ঐ'সে ধ্বংস লীলা
খেলিয়া দেখিব ____এবার সে কোন খেলা।

জয় __পরাজয় হবেই  কিছু তাতে নহে ভয়
খুঝিয়া দেখিব কেন ঐ'সে __মনের অবক্ষয়,
চিত্ত দোষে নিত্য  খে লা য় হেলা-ফেলা সবি
অবোধ ক্রোধে ভাঙ্গিয়া ঘর কত্তই  সু খে রবি?
                   ******